অফিসে বা বাড়িতে বসে যাদের লুকিয়ে ফেসবুক ব্যবহার করতে হয় তাদের ধরা পড়ার হাত থেকে রক্ষার উপায় বের করেছেন এক শিক্ষার্থী। জানা গেছে, ফেসবুককে এক্সেল শিটে রূপান্তর করে নিলেই সহজেই পার পাওয়া যাবে। আর ফেসবুকের নিউজ ফিডকে এক্সেল শিটে নিয়ে আসার এই পদ্ধতিটিই সম্প্রতি উদ্ভাবন করেছেন ২০ বছর বয়সী অস্ট্রেলিয়ান এক শিক্ষার্থী। খবর ডেইলি মেইল-এর।
সংবাদমাধ্যমটি জানিয়েছে, সোশ্যাল নেটওয়ার্কিং জায়ান্ট ফেসবুকের নিউজ ফিডকে এক্সেল স্পেয়ার্ডশিটে রূপান্তকার করে এমন একটি ওয়েবসাইট তৈরি করেছেন ইয়েল কম্পিউটার সায়েন্স-এর ২০ বছর বয়সী শিক্ষার্থী বে গ্রস।
জানা গেছে, এ সাইটির নাম হার্ডলিওয়ার্ক ডট ইন। এই সাইটটি ব্যবহার করে ফেসবুকে ঢোকা হলে ফেসবুক পুরো করপোরেট চেহারায় দেখা যায়। এ ছাড়াও সাধারণ এক্সেল শিটের মতো চেহারার সারিগুলোতে ক্লিক করলেই লাইক হয়ে যাবে।
0 comments:
Post a Comment