Monday, July 25, 2011

কম্পিউটারের গতি বাড়াতে

সমকাল ডেস্ক
বিজ্ঞানীদের নিরলস প্রচেষ্টা এবং গবেষণালব্ধ জ্ঞান মানব সভ্যতাকে উন্নতির উচ্চ শিখরে পেঁৗছে দিয়েছে। মানুষ তার সসীম গণ্ডিকে ছাড়িয়ে অসীমের দিকে ধাবমান। এই পথচলা থামেনি এখনও। আগামীতে কম্পিউটার, স্মার্ট ফোন বা যে কোনো ইলেকট্রনিক সামগ্রী আরও উন্নত করার প্রক্রিয়া অব্যাহত রয়েছে। বিশেষ করে কম্পিউটার এবং স্মার্ট ফোন আরও দ্রুততার সঙ্গে কাজ করতে পারে এমন বস্তু আবিষ্কৃত হয়েছে। আগে কম্পিউটার বা
স্মার্ট ফোনে ব্যবহৃত চিপস সিলিকন দিয়ে তৈরি হতো। এখন অত্যন্ত চিকন গ্রাফিন (এজঅচঐঊঘঊ) দিয়ে চিপস তৈরি হবে। এতে করে কম্পিউটার এবং স্মার্ট ফোনের কর্মক্ষমতা আরও দ্রুততর হবে। গ্রাফিন দুই স্তরের ফিল্ম কার্বন চিপস। অধ্যাপক কস্টেয়া নভোসেলভ ইন্ডিপেনডেন্ট সংবাদপত্রকে জানান, গ্রাফিনে ইলেকট্রন খুব দ্রুত কাজ করবে। ফলে স্মার্ট ফোন বা কম্পিউটারের গতি বহুগুণ বেড়ে যাবে।
অধ্যাপক নভোসেলভ এবং অধ্যাপক আন্দ্রে জেইম গত বছর পদার্থ বিজ্ঞানে 'গ্রাফিন' আবিষ্কারের জন্য নোবেল পুরস্কার পেয়েছেন। তারা প্রায় এক দশকের বেশি সময় ধরে এ নিয়ে গবেষণা করছেন। পৃথিবীব্যাপী বিশ্ববিদ্যালয়গুলোর পদার্থ বিজ্ঞানীরা এখন টাচস্ক্রিন কম্পিউটার নামে একটি ডিভাইস তৈরির প্রচেষ্টায় লিপ্ত। যা এক বৈপ্লবিক যুগের সূচনা করবে বলে সংশ্লিষ্ট মহলের ধারণা। দ্য মেইল অনলাইন।

0 comments:

Post a Comment