ইয়াহু মেইল ব্যবহারকারীদের ব্যক্তিগত বা ব্যবসায়িক ই-মেইলে নজরদারি করার সিদ্ধান্ত নিয়েছে ইয়াহু কর্তৃপক্ষ। নতুন এ সিদ্ধান্ত বাস্তবায়নের লক্ষ্যে ইতিমধ্যে প্রতিষ্ঠানটি তাদের ‘চুক্তি ও শর্তাবলী’তে বেশ কিছু পরিবর্তন এনেছে বলে জানিয়েছে দ্য ডেইলি মেইল। নতুন এই ‘চুক্তি ও শর্তাবলী’ অনুযায়ী ইয়াহু মেইল ব্যবহারকারীদের ব্যক্তিগত পছন্দ-অপছন্দের বিভিন্ন তথ্য খুঁেজ বের করা হবে। এ জন্য ইয়াহু কর্তৃপক্ষকে তার সেবা ব্যবহারকারীকে কোনো ধরনের অগ্রিম সর্তকবার্তা দেওয়া কিংবা অনুমতি নেওয়ারও প্রয়োজন হবে না। মূলত ইয়াহু মেইল ব্যবহারকারীদের পছন্দ-অপছন্দের বিভিন্ন তথ্য জানার মাধ্যমে ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলোকে অনলাইন বিজ্ঞাপন প্রদর্শনে সহায়তা করতেই নতুন এ উদ্যোগ নিয়েছে ইয়াহু। কর্তৃপক্ষের ধারণা, নতুন এ কার্যক্রম সফলভাবে বাস্তবায়ন করা সম্ভব হলে অচিরেই ইয়াহুর অনলাইন বিজ্ঞাপনী আয়ের পরিমাণ বর্তমানের তুলনায় অনেক বেশি হবে।
তবে এই নতুন চুক্তিতে গ্রাহকরা আগ্রহী কি না সে জন্য পপ-আপের মাধ্যমে তাদের কাছে জানতে চাওয়া হবে বলে জানিয়েছে ইয়াহু।
ইয়াহুর নতুন এ সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়েছেন অনেকেই। বিগব্রাদার ওয়াচের পরিচালক ডেনিয়্যাল হ্যামিলটন জানান, নিরাপত্তার দৃষ্টিকোণ থেকে ইয়াহু কোনোভাবেই এমন কাজ করতে পারে না। ইন্টারনেট ব্যবহারকারীদের ব্যক্তিগত মেসেজ কাউকে দেখতে না দেওয়া তাদের অধিকার। তবে এর মাধ্যমে ইয়াহুর বিজ্ঞাপনী মুনাফা বাড়বে।
- তানজিল আহমেদ, সূত্র : ইন্টরনেট
0 comments:
Post a Comment