ইয়াহু এবং মাইক্রোসফট সম্প্রতি একটি চুক্তি স্বাক্ষর করেছে আর এ চুক্তি অনুসারে ইয়াহু’র অভিভাবকের ভূমিকায় মাইক্রোসফট থাকবে এমনটিই চাউর হয়েছে। খবর রয়টার্স-এর।খবর রটেছে, মাইক্রোসফট ইয়াহুতে বিনিয়োগ করে মোট ২০ শতাংশের মালিক বনে গেছে। নতুন চুক্তিতে ইয়াহু’র ব্যবসা ব্যবস্থাপনার দায়িত্বে থাকছে মাইক্রোসফট।
ইয়াহু এবং মাইক্রোসফটের মধ্যে গোপন এ চুক্তির তথ্য ফাঁস করেছে অল থিংস ডিজিটাল নামের প্রযুক্তিসাইট।
নতুন চুক্তি বিষয়ে ইয়াহু এবং মাইক্রোসফট দু’পক্ষই মুখে কুলুপ এঁটে রয়েছে।
বিডিনিউজটোয়েন্টিফোরডটকম



0 comments:
Post a Comment