Wednesday, November 23, 2011

 সাইবার জগতের ‘সবচেয়ে বিপজ্জনক তারকা’ ক্যাটরিনা!

বলিউডের হার্টথ্রব নায়িকা ক্যাটরিনা কাইফকে ২০১১ সালের ভারতীয় সাইবার জগতের ‘সবচেয়ে বিপজ্জনক তারকা’ হিসেবে চিহ্নিত করেছে ইন্টারনেট নিরাপত্তা কোম্পানি ম্যাকাফি। প্রতিষ্ঠানটি ক্যাটরিনাসহ বিপজ্জনক ১০ জন তারকার একটি তালিকা প্রকাশ করেছে। তালিকার শীর্ষে আছেন ক্যাটরিনা। খবর টাইমস অব ইন্ডিয়ার।
ম্যাকাফি জানিয়েছে, ইন্টারনেটে ডাউনলোডের ক্ষেত্রে তারকাদের নাম, ফ্রি ডাউনলোড, হট পিকচার, স্ক্রিন সেভার ও ভিডিও ডাউনলোডের মতো বিষয়গুলো থেকে ভাইরাস ছড়ানোর আশঙ্কা বেশি থাকে। এখানে দেখা গেছে, সাইবার অপরাধীরা ক্ষতিকর সফটওয়্যার বা ভাইরাস তৈরির ক্ষেত্রে প্রধান শব্দ (কি ওয়ার্ড) হিসেবে ক্যাটরিনার নামটিই বেশি ব্যবহার করে থাকে।
ভারতের সাইবার জগতে দ্বিতীয় বিপজ্জনক তারকা হলেন দীপিকা পাড়ুকোন। আর তৃতীয় অবস্থানে রয়েছেন কারিনা কাপুর। এ ছাড়া যথাক্রমে এ তালিকায় আছেন সাইফ আলী খান, জন আব্রাহাম, প্রিয়াঙ্কা চোপড়া, ঐশ্বরিয়া রাই বচ্চন, বিপাশা বসু, আমির খান ও শাহরুখ খান।

0 comments:

Post a Comment