Friday, November 25, 2011

পেপাল,আ্যালার্টপে,মানিবুকার্স,লিবার্টিরিজার্ভ থেকে সরাসরি মোবাইলে টাকা আনার পদ্ধতি

ইন্টারনেটে অর্থ লেনদেনের সবচেয়ে জনপ্রিয় এবং সহজ পদ্ধতি হচ্ছে “পেপাল”। তবে দূর্ভাগ্যজনক হলেও সত্য হচ্ছে বাংলাদেশে এর কোন সার্ভিস নেই এবং কবে নাগাদ এটি চালু হবে তা কেউ সঠিক করে বলতে পারে না। আর এজন্য সবচেয়ে বড় খেসারত দিতে হচ্ছে বাংলাদেশী ফ্রিল্যান্সারদেরকে। পেপাল না থাকার কারণে অনেক রাস্তা ঘুরিয়ে, বিভিন্ন সার্ভিস চার্জ দিয়ে সবশেষে টাকা হাতে পাওয়া যায়। সেক্ষেত্রে পেপালের বিকল্প না খোজে আমাদের আর কোন উপায় থাকে না। পেপালের প্রধান বিকল্প হিসেবে “আ্যালার্টপে”। এটি পেপালের মতই একটি সহজ ও জনপ্রিয় পেমেন্ট পদ্ধতি ।
আমি যেভাবে পেপাল ও আ্যালার্টপে থেকে মোবাইলে টাকা এনে নেট বিল পরিশোধ করি তা আজ আপনাদের সাথে শেয়ার করব ।
প্রথমে  এখানে যান  এবং নির্দেশনা গুলো দেখে নিন ।
মোবাইল নাম্বার এর ঘরে মোবাইল নাম্বার দিন ।
আ্যামাউন্ট ও কান্ট্রি সিলেক্ট করুন ।
পে বাটনে ক্লিক করুন ।
ব্যাস । কাজ শেষ ।
রিচার্জ সাধারনত ২ মিনিটের মধ্যেই হয়ে যায় । তবে কখোনও কখোনও নেটওয়ার্কের সমস্যা থাকলে সর্বোচ্চ ৩০ মিনিট সময় লাগতে পারে ।

0 comments:

Post a Comment