টেক জায়ান্ট অ্যাপল নতুন সংস্করণের আইফোন বাজারে এনেছে বলে একটি মেইল আপনার কম্পিউটারে আসতে পারে। এটি সাদামাটা এ মেইলটির আড়ালে লুকিয়ে আছে আসলে একটি ট্রোজান। খবর ম্যশএবল-এর।
জানা গেছে আলোচিত এই মেইলটি দেখতে হুবহু অ্যাপল কর্তৃপক্ষের ঘোষণার মতো করেই ডিজাইন করা। এতে রয়েছে Mal/Zapchas-A নামের ট্রোজান।
ট্রোজান ভরা এ মেইলটিতে বলা হচ্ছে অ্যাপলের দ্রুতগতির এ স্মার্টফোনটি অর্ডার দিন। অর্ডার বাটনটিতে ক্লিক করলেই ব্যবহারকারী ট্রোজানের আক্রমণের মুখে পড়বেন।
এদিকে, ৪ অক্টোবর সকাল পর্যন্ত অ্যাপল কোনো পণ্যের ঘোষণা দেয়নি। তাই এ ধরনের মেইল খোলা থেকে সাবধান থাকতেই পরামর্শ দিয়েছেন কম্পিউটার নিরাপত্তা বিশেষজ্ঞরা।
বিডিনিউজটোয়েন্টিফোরডটকম
জানা গেছে আলোচিত এই মেইলটি দেখতে হুবহু অ্যাপল কর্তৃপক্ষের ঘোষণার মতো করেই ডিজাইন করা। এতে রয়েছে Mal/Zapchas-A নামের ট্রোজান।
ট্রোজান ভরা এ মেইলটিতে বলা হচ্ছে অ্যাপলের দ্রুতগতির এ স্মার্টফোনটি অর্ডার দিন। অর্ডার বাটনটিতে ক্লিক করলেই ব্যবহারকারী ট্রোজানের আক্রমণের মুখে পড়বেন।
এদিকে, ৪ অক্টোবর সকাল পর্যন্ত অ্যাপল কোনো পণ্যের ঘোষণা দেয়নি। তাই এ ধরনের মেইল খোলা থেকে সাবধান থাকতেই পরামর্শ দিয়েছেন কম্পিউটার নিরাপত্তা বিশেষজ্ঞরা।
বিডিনিউজটোয়েন্টিফোরডটকম
0 comments:
Post a Comment