Wednesday, September 28, 2011

লিনাক্স আনছে 'টাইজেন'

ওপেন সোর্স ভিত্তিক অপারেটিং সিস্টেম নির্মাতা লিনাক্স-এর দুটি গ্রুপ সম্প্রতি লিনাক্স প্রযুক্তিকে একত্রিত করে নতুন সফটওয়্যার প্ল্যাটফর্ম তৈরির ঘোষণা দিয়েছেন। খবর রয়টার্স-এর।

লিনাক্সের নতুন এ অপারেটিং সিস্টেমটির নাম হবে টাইজেন।

লিমো ফাউন্ডেশন এবং লিনাক্স ফাউন্ডেশন-এর পক্ষ থেকে জানানো হয়েছে, ‘ টাইজেন হবে  ওপেন-সোর্স, স্ট্যান্ডার্ড-বেজড, ক্রস আর্টিকেটচার সফটওয়্যার প্ল্যাটফর্ম। টাইজেন অপারেটিং সিস্টেম স্মার্টফোন, ট্যাবলেট কম্পিউটার, স্মার্ট টিভি, নেটবুক, ইন-ভেইকল ইনফোনেন্ট সিস্টেমে ব্যবহার করা যাবে।

২০১২ সালের প্রথমদিকেই টাইজেন তৈরি করা সম্ভব হবে বলে লিমো ফাউন্ডেশন এবং লিনাক্স ফাউন্ডেশন-এর পক্ষ থেকে জানানো হয়েছে। ২০১২ সালের মাঝামাঝি সময়ে টাইজেননির্ভর ডিভাইস বাজারে আসতে পারে বলেই আশা করছেন নির্মাতারা।

টাইজেন অপারেটিং সিস্টেম বাজারে আনতে উৎসাহ দিচ্ছে স্যামসাং এবং ইনটেলের মতো ইলেকট্রনিক জায়ান্টরা।


বিডিনিউজটোয়েন্টিফোরডটকম

0 comments:

Post a Comment