সম্প্রতি টেক জায়ান্ট মাইক্রোসফট উইন্ডোজ ৮ অপারেটিং সিস্টেমের ঘোষণা দিয়েছে। উইন্ডোজ ৮ এর সঙ্গে এ অপারেটিং সিস্টেমটির পুরোণো সংস্করণটিরও উন্নয়ন করছে মাইক্রোসফট। খবর সিনেট-এর।
উইন্ডোজ ৭ ব্যবহারকারির জন্য সুসংবাদ হিসেবে মাইক্রোসফট এ অপারেটিং সিস্টেমটির স্টার্ট আপ টাইম বা চালু হবার সময় আরো দ্রুততর করেছে।
মাইক্রোসফট কর্তৃপক্ষ দাবী করেছে, উইন্ডোজ ৮ অপারেটিং সিস্টেমের বুট আপ টাইম হবে মাত্রই ৮ সেকেন্ডের। এদিকে, উইন্ডোজ ৭ অপারেটিং সিস্টেমে বর্তমানে প্রায় ৩০ সেকেন্ড সময় লাগে। কিন্তু এ সময়কে আরো কমিয়ে আনার প্রতিশ্রুতি দিয়েছে মাইক্রোসফট।
চলতি বছরের শেষ নাগাদ উইন্ডোজ ৭-এর বুট টাইমে আরো উন্নত করবে মাইক্রোসফট। ভালোমানের হার্ডওয়্যার কনফিগারেশন থাকলেই এ সুবিধা পাওয়া যাবে।
বিডিনিউজটোয়েন্টিফোরডটকম
উইন্ডোজ ৭ ব্যবহারকারির জন্য সুসংবাদ হিসেবে মাইক্রোসফট এ অপারেটিং সিস্টেমটির স্টার্ট আপ টাইম বা চালু হবার সময় আরো দ্রুততর করেছে।
মাইক্রোসফট কর্তৃপক্ষ দাবী করেছে, উইন্ডোজ ৮ অপারেটিং সিস্টেমের বুট আপ টাইম হবে মাত্রই ৮ সেকেন্ডের। এদিকে, উইন্ডোজ ৭ অপারেটিং সিস্টেমে বর্তমানে প্রায় ৩০ সেকেন্ড সময় লাগে। কিন্তু এ সময়কে আরো কমিয়ে আনার প্রতিশ্রুতি দিয়েছে মাইক্রোসফট।
চলতি বছরের শেষ নাগাদ উইন্ডোজ ৭-এর বুট টাইমে আরো উন্নত করবে মাইক্রোসফট। ভালোমানের হার্ডওয়্যার কনফিগারেশন থাকলেই এ সুবিধা পাওয়া যাবে।
বিডিনিউজটোয়েন্টিফোরডটকম
0 comments:
Post a Comment