জাপানি
ইলেকট্রনিক জায়ান্ট সনি সম্প্রতি একটি ট্যাবলেট কম্পিউটার তৈরি করেছে যা
সহজেই ভাঁজ করে হ্যান্ডব্যাগে রাখা যাবে। ট্যাবলেটটি বাজারে আইপ্যাডের
সঙ্গে প্রতিদ্বন্দিতা করতে পারবে বলেই মনে করতে সনি কর্তৃপক্ষ। খবর ডেইলি
মেইল-এর।
সনি কর্তৃপক্ষ নতুন এ ডিভাইসটির নাম রেখেছে ‘ট্যাবলেট পি’। এটিই বিশ্বের প্রথম ভাঁজ করা যায় এমন ট্যাবলেট কম্পিউটার বলেই সনি কর্তৃপক্ষ দাবি করেছে।
এ ট্যাবলেটটিতে রয়েছে আলাদা আলাদা দুটি ৫.৫ ইঞ্চি মাপের টাচস্ক্রিন ডিসপ্লে। এ দুটি অংশ ভাঁজ করে একত্রে রাখা যায়, তাই এটি সহজেই স্থানান্তরযোগ্য।
দুটি টাচস্ক্রিনে আলাদাভাবেও কাজ করা যায় আবার একত্রে বড়ো স্ক্রিন তৈরি করেও এতে কাজ করা সম্ভব। পি’তে রয়েছে ১৬ গিগাবাইট মেমোরি, ওয়াই-ফাই এবং থ্রিজি সুবিধা। ট্যাবলেটটির দাম ৪৭৯ পাউন্ড।
বিডিনিউজটোয়েন্টিফোরডটকম
সনি কর্তৃপক্ষ নতুন এ ডিভাইসটির নাম রেখেছে ‘ট্যাবলেট পি’। এটিই বিশ্বের প্রথম ভাঁজ করা যায় এমন ট্যাবলেট কম্পিউটার বলেই সনি কর্তৃপক্ষ দাবি করেছে।
এ ট্যাবলেটটিতে রয়েছে আলাদা আলাদা দুটি ৫.৫ ইঞ্চি মাপের টাচস্ক্রিন ডিসপ্লে। এ দুটি অংশ ভাঁজ করে একত্রে রাখা যায়, তাই এটি সহজেই স্থানান্তরযোগ্য।
দুটি টাচস্ক্রিনে আলাদাভাবেও কাজ করা যায় আবার একত্রে বড়ো স্ক্রিন তৈরি করেও এতে কাজ করা সম্ভব। পি’তে রয়েছে ১৬ গিগাবাইট মেমোরি, ওয়াই-ফাই এবং থ্রিজি সুবিধা। ট্যাবলেটটির দাম ৪৭৯ পাউন্ড।
বিডিনিউজটোয়েন্টিফোরডটকম
0 comments:
Post a Comment