সংবাদমাধ্যমটি জানিয়েছে, অ্যাপলের ক্লাউডভিত্তিক এ মুভি সার্ভিসটির নাম হতে পারে ‘রিপ্লে’। অ্যাপলের আইটিউনস অ্যাপ্লিকেশন ব্যবহারকারীরা রিপ্লে সার্ভিসটি ব্যবহারের সুযোগ পাবেন। আইটিউনস ব্যবহার করেই অ্যাপল সার্ভার থেকে পুরো মুভিটি নিজস্ব ডিভাইসে ডাউনলোড করে নেয়া যাবে। সংবাদমাধ্যমটি জানিয়েছে, অ্যাপলের মুভি সার্ভিস নিয়ে গুজব রটলেও বাস্তবতা ভিন্ন। অ্যাপলকে এ সার্ভিসটি আনতে হলে বিভিন্ন ফিল্ম ইন্ড্রাস্ট্রির সঙ্গে চুক্তিতে যেতে হবে। তবে, অ্যাপল এ প্রতিষ্ঠানগুলোর কাছে ইতোমধ্যেই ধর্না দিয়েছে বলেও জানা গেছে। সংবাদমাধ্যমটি আরো জানিয়েছে, অ্যাপলের প্রস্তাবে এইচবিও, টোয়েন্টিয়েথ সেঞ্চুরি ফক্স, ইউনিভার্সাল, ওয়ার্নার ব্রাদার্স এবং ওয়াল্ট ডিজনির মতো স্টুডিওগুলো সাড়া দেয়, তবে শীঘ্রই আসছে অ্যাপল ‘রিপ্লে’।
টেক জায়ান্ট অ্যাপল ক্লাউড ভিত্তিক মুভি সার্ভিস আনছে বলেই গুজব রটেছে। আর এই সার্ভিসটা আনতে নাকি খুব বেশি দেরীও নেই। খবর সিনেট-এর।
বিডিনিউজটোয়েন্টিফোরডটকম
0 comments:
Post a Comment