Friday, July 1, 2011

ফেসবুকের প্রতিদ্বন্দ্বী হবে গুগল প্লাস!


অনলাইনের প্রভাবশালী সার্চ ইঞ্জিন গুগল একটি নতুন সামাজিক যোগাযোগের ওয়েবসাইট চালু করেছে। জনপ্রিয়তায় ফেসবুককে ছাড়িয়ে যাওয়ার জন্য গুগল এই ওয়েবসাইট চালু করেছে। নাম দেওয়া হয়েছে গুগল প্লাস। 
গুগল প্লাস তার প্রত্যেক ব্যবহারকারীকে ছবি, বার্তা ও মন্তব্য আদান-প্রদানের সুযোগ দেবে। পাশাপাশি গ্রাহকেরা কোম্পানির মানচিত্র ও ছবি দেখতে পাবে। এটি ব্যবহারকারীকে বিভিন্ন গ্রুপের সঙ্গে যোগাযোগ করারও সুযোগ দেবে। 
গুগল বলছে, তাদের আশা গুগল প্লাস জনপ্রিয়তায় ফেসবুককে ছাড়িয়ে যাবে। 
তবে বিশ্লেষকেরা বলছেন, গুগল ফেসবুকেরই আরেকটি সংস্করণ বের করেছে মাত্র। এতে নতুন বলতে ভিডিও চ্যাট করার একটি ফিচার সংযোজন করা হয়েছে। বাকি সবই ফেসবুকের মতো। ফেসবুককে ছাড়িয়ে যাওয়ার জন্য গুগল কয়েক বছর ধরে নানা রকম উদ্যোগ নিয়েছে। কিন্তু প্রতিটি উদ্যোগই ব্যর্থ হয়েছে। 
গুগল কর্তৃপক্ষ গুগল ওয়েভ ও গুগল বাজ নামে দুটি সামাজিক যোগাযোগের ওয়েবসাইট চালু করে। কিন্তু কোনোটিই জনপ্রিয়তা পায়নি। গুগল প্লাস এখন স্বল্পসংখ্যক গ্রাহক ব্যবহার করতে পারবেন। 
তবে গুগল জানিয়েছে, আর কিছুদিনের মধ্যে তারা সবার জন্য এ ওয়েবসাইট উন্মুক্ত করে দেবে। 
গবেষণা প্রতিষ্ঠান ই-মার্কেটার এর প্রধান বিশ্লেষক ডেবরা আহো উইলিয়ামসন বলেছেন, ফেসবুকে লোকজন ইতিমধ্যে তাদের একটি পরিধি গড়ে তুলেছে। মনে হয় না তারা আরেকটি একই ধরনের সামাজিক পরিধি গড়ে তুলতে চাইবে। সে ক্ষেত্রে গুগল প্লাস জনপ্রিয়তা নাও পেতে পারে। —বিবিসি অবলম্বনে রোকেয়া রহমান

0 comments:

Post a Comment