ইলেকট্রনিক জায়ান্ট জায়ান্ট হিউলেট-প্যাকার্ড (এইচপি) তাদের অল ইন ওয়ান কম্পিউটার তালিকায় নতুন একটি মডেল যোগ করছে। ‘এক কম্পিউটারের মধ্যেই সবকিছু’ এমন ধারণা থেকেই এইচপি তৈরি করেছে এইচপি টাচস্মার্ট ৬১০ মডেলটি। খবর টাইমস অফ ইন্ডিয়া-এর।
সংবাদমাধ্যমটি জানিয়েছে, নতুন মডেলের কম্পিউটারটি মাল্টিটাচ এবং এর ২৩ ইঞ্চি এইচডি ডিসপ্লে ৩০ ডিগ্রি পর্যন্ত বাঁকানো যায়। এ ছাড়াও হোম নেটওয়ার্ক ব্যবহার করে তার ছাড়াই নোটবুকে সংযোগ দেয়া যায়।
জানা গেছে, এইচপি টাচস্মার্ট ৬১০ কম্পিউটারটিতে আগে থেকেই ফেসবুক, টুইটার, এইচপি রেসিপি বক্স, ওয়েবক্যাম, মিউজিকের মতো অ্যাপ্লিকেশন দেয়া আছে। এতে রয়েছে, এইচপি এবং বিট টেকনোলজির উদ্ভাবন কার বিটস প্রযুক্তি। এটি শিল্পী যেভাবে কোনো গান গেয়েছেন সেটিই শোনাতে পারে।
এইচপি কর্তৃপক্ষ, নতুন মডেলের এই কম্পিউটার বিষয়ে বলছে, এটি সব বয়সের মানুষের কম্পিউটিং চাহিদা মেটাতে পারবে।
বিডিনিউজটোয়েন্টিফোরডটকম
0 comments:
Post a Comment