ওয়েবসাইট তৈরি করা শিখতে চান? তাহলে www.w3schools.com ঠিকানায় যান। এখানে ওয়েবসাইট তৈরি করার বিস্তারিত নিয়ম-কানুন ও বিভিন্ন প্রোগ্রামিং ভাষা সম্পর্কে বিস্তারিত আলোচনা করা আছে। কোনো প্রোগ্রামিং ভাষা শেখার পর সেই ভাষার ওপর বিনা মূল্যে পরীক্ষা দিয়ে যাচাই করারও সুযোগ আছে এ সাইটে। আরেকটু অ্যাডভান্স লেবেল সম্পর্কে জানতে চাইলে http://www.tutorialspoint.com ঠিকানায় যেতে পারেন। ওয়েবসাইট তৈরি করা শিখতে হলে প্রথমে শিখতে হয় এইচটিএমএল। এই সাইটগুলোতে সব প্রোগ্রামিং ভাষা ইংরেজিতে আলোচনা করা হয়েছে। সহজে এইচটিএমএল শেখার জন্য এইচটিএমএলের একটি বাংলা পিডিএফ ই-বুক পাবেন http://htmlbanglae-book.blogspot.com ঠিকানায়। তিন মেগাবাইটের পিডিএফ ই-বুকটি বিনা মূল্যে নামিয়ে (ডাউনলোড) নিতে পারেন ওপরের ঠিকানা থেকে। তবে কিছু কিছু সফটওয়্যার ও ওয়েবসাইট, যেমন—ব্লগার, ওয়ার্ডপ্রেস ইত্যাদির সাহায্যে কোনো প্রোগ্রামিং ভাষা না জেনেও ওয়েবসাইট তৈরি করতে পারেন। —মো. আমিনুর রহমান
prothom alo
0 comments:
Post a Comment