Tuesday, June 21, 2011

পিসির হার্ডওয়্যার কনফিগারেশন দেখার পদ্ধতি

পিসির হার্ডওয়্যার কনফিগারেশন দেখার সহজ  পদ্ধতি বা উপায় হলো ডেক্সটপ বা যে কোন স্থানে একটি নতুন টেক্সট প্যাড খোলা এবং তা খালি রেখেই info.nfo নামে সেভ করা। info.nfo না লিখে hardwareinfo.nfo etc লিখলে ও হবে। তবে সবসময় .nfo format টিক রাখতে হবে। ফাইলটি .nfo format এ সেভ করার পর তা একটি নীল স্ক্রিন যুক্ত একটি মনিটর আইকনে পরিনত হবে। এবং তাতে ডাবল ক্লিক করলেই কম্পিউটারের যাবতীয় তথ্য যানা যাবে।প্রেগ্রামটি তৈরী করার জন্য ডেক্সটপে রাইট ক্লিক করে নিউ>>টেক্সট ডকোমেন্ট এ ক্লিক করে info.nfo নামে সেভ করে নীল স্ক্রিন যুক্ত মনিটর টিতে তাতে ডাবল ক্লিক করলেই কম্পিউটারের যাবতীয় তথ্য যানা যাবে..

0 comments:

Post a Comment