Monday, June 20, 2011

সবচেয়ে দ্রুতগতির সুপার কম্পিউটার



জাপানের তৈরি একটি সুপার কম্পিউটার বিশ্বের সবচেয়ে দ্রুতগতির সুপার কম্পিউটারের স্থান দখল করেছে। এটি প্রতিদ্বন্দ্বী চীনের একটি সুপার কম্পিউটারের চেয়ে তিন গুণেরও বেশি দ্রুত গণনা করতে পারে। এর নির্মাতা প্রতিষ্ঠানগুলো গতকাল সোমবার এ কথা জানিয়েছে।
জাপানের ফুজিৎসু লিমিটেড ও রাষ্ট্রীয় অর্থায়নে পরিচালিত গবেষণা প্রতিষ্ঠান রাইকেন ইনস্টিটিউট ‘দ্য কে কমিউটার’ নামের এই সুপার কম্পিউটারটি তৈরি করেছে। এটি সেকেন্ডে ৮ দশমিক ১৬২ কোয়াড্রিলিয়ন বার গণনা করতে পারে (এক হাজার ট্রিলিয়নে এক কোয়াড্রিলিয়ন)।
চীনের সুপার কম্পিউটার তিয়ানহে-১এ সেকেন্ডে ২ দশমিক ৬ কোয়াড্রিলিয়ন বার গণনা করতে পারে। তিয়ানজিনের ন্যাশনাল সুপার কম্পিউটার সেন্টার এ কম্পিউটার তৈরি করে। গত বছরের নভেম্বরে এটি বিশ্বের সবচেয়ে দ্রুতগতির সুপার কম্পিউটার হিসেবে স্বীকৃতি পায়।
ফুজিৎসু ও রাইকেন জানায়, গতকাল সোমবার জার্মানির হামবুর্গে ২০১১ আন্তর্জাতিক সুপার কম্পিউটিং সম্মেলনে বিশ্বের সবচেয়ে দ্রুতগতিসম্পন্ন ৫০০টি সুপার কম্পিউটারের ষাণ্মাসিক তালিকা প্রকাশ করা হয়। এ তালিকায় দ্য কে কমিউটারকে বিশ্বের সবচেয়ে দ্রুতগতির সুপার কম্পিউটার হিসেবে স্বীকৃতি দেওয়া হয়।
২০০৪ সালের পর এই প্রথম জাপানের তৈরি কোনো সুপার কম্পিউটার শীর্ষস্থান দখল করেছিল। ২০০২ থেকে ২০০৪ সাল পর্যন্ত জাপানের আর্থ সিমুলেটর নামের কম্পিউটার বিশ্বের সবচেয়ে দ্রুতগতির সুপার কম্পিউটারের স্থান দখল করেছিল। —এএফপি অবলম্বনে আবুল হোসেন

0 comments:

Post a Comment