Monday, November 14, 2011

টাই-ক্লিপ লাউডস্পিকার বানাচ্ছে অ্যাপল

আইপড শাফল-এর মতো দেখতে একটি লাউডস্পিকারের পেটেন্ট আবেদন করেছে টেক জায়ান্ট অ্যাপল। লাউডস্পিকারটি টাই পিনের মতো পোশাকে আটকে রাখা যাবে। খবর নিউ সায়েন্টিস্ট-এর।

ক্ষুদে এই লাউডস্পিকারটি আইফোন, আইপড এবং আইপ্যাডে ব্যবহার করা যাবে।

উল্লেখ্য, অ্যাপলের পণ্যের জন্য থার্ড পার্টির বিভিন্ন স্পিকার কিনতে পাওয়া যায়। তবে, নিজস্ব লাউডস্পিকার আনতেই অ্যাপল এ পেটেন্ট-এর আবেদন করলো।

নতুন এ লাউডস্পিকারে পিজোইলেকট্রিক প্রযুক্তির বদলে স্পিংভর্তি ক্লিপ ম্যাকানিজম ব্যবহৃত হবে বলেই জানা গেছে।

অবশ্য অ্যাপলের তৈরি এই লাউডস্পিকার কবে নাগাদ বাজারে আসবে কর্তৃপক্ষ সে বিষয়ে এখনও মুখ খোলেনি।




বিডিনিউজটোয়েন্টিফোরডটকম

0 comments:

Post a Comment