আইপড শাফল-এর মতো দেখতে একটি লাউডস্পিকারের পেটেন্ট আবেদন করেছে টেক জায়ান্ট অ্যাপল। লাউডস্পিকারটি টাই পিনের মতো পোশাকে আটকে রাখা যাবে। খবর নিউ সায়েন্টিস্ট-এর।
ক্ষুদে এই লাউডস্পিকারটি আইফোন, আইপড এবং আইপ্যাডে ব্যবহার করা যাবে।
উল্লেখ্য, অ্যাপলের পণ্যের জন্য থার্ড পার্টির বিভিন্ন স্পিকার কিনতে পাওয়া যায়। তবে, নিজস্ব লাউডস্পিকার আনতেই অ্যাপল এ পেটেন্ট-এর আবেদন করলো।
নতুন এ লাউডস্পিকারে পিজোইলেকট্রিক প্রযুক্তির বদলে স্পিংভর্তি ক্লিপ ম্যাকানিজম ব্যবহৃত হবে বলেই জানা গেছে।
অবশ্য অ্যাপলের তৈরি এই লাউডস্পিকার কবে নাগাদ বাজারে আসবে কর্তৃপক্ষ সে বিষয়ে এখনও মুখ খোলেনি।
বিডিনিউজটোয়েন্টিফোরডটকম
ক্ষুদে এই লাউডস্পিকারটি আইফোন, আইপড এবং আইপ্যাডে ব্যবহার করা যাবে।
উল্লেখ্য, অ্যাপলের পণ্যের জন্য থার্ড পার্টির বিভিন্ন স্পিকার কিনতে পাওয়া যায়। তবে, নিজস্ব লাউডস্পিকার আনতেই অ্যাপল এ পেটেন্ট-এর আবেদন করলো।
নতুন এ লাউডস্পিকারে পিজোইলেকট্রিক প্রযুক্তির বদলে স্পিংভর্তি ক্লিপ ম্যাকানিজম ব্যবহৃত হবে বলেই জানা গেছে।
অবশ্য অ্যাপলের তৈরি এই লাউডস্পিকার কবে নাগাদ বাজারে আসবে কর্তৃপক্ষ সে বিষয়ে এখনও মুখ খোলেনি।
বিডিনিউজটোয়েন্টিফোরডটকম
0 comments:
Post a Comment