Monday, November 14, 2011

মাত্র ২২শেই চলে গেলেন ডায়াসপোরা'র সহ-প্রতিষ্ঠাতা

সোশ্যাল নেটওয়ার্ক ডায়াসপোরা’র সহ-প্রতিষ্ঠাতা ইলা জিতোমিরিস্কি মাত্র ২২ বছর বয়সে মারা গেছেন। তবে তার মৃত্যুর কারণটি এখনো প্রকাশ করা হয়নি। খবর টেক ক্রাঞ্চ-এর।

সোশ্যাল নেটওয়ার্কিং জায়ান্ট ফেসবুকের সঙ্গে প্রতিদ্বন্দিতা করার লক্ষ্যেই ২০১০ সালে তৈরি হয়েছিল ডায়াসপোরা সাইটটি। জিতোমিরিস্কিসহ চার তরুণের উদ্যোগে তৈরি হয়েছে এ সাইটটি। এ সাইটটি তৈরিতে অগ্রণী ভূমিকায় ছিলেন ইলা জিতোমিরিস্কি।

জিতোমিরিস্কি ছিলেন নিউ ইয়র্ক ইউনিভার্সিটি’র প্রোগ্রামিং-এর শিক্ষার্থী। ২০১০ সালের ২৩ নভেম্বর ডায়াসপোরা’র আলফা সংস্করণ প্রকাশিত হয়। ডায়াসপোরা সাইটটি তৈরিতে তারা ২ লাখ ডলার অর্থসাহায্য তুলতে সক্ষম হয়েছিলেন।



বিডিনিউজটোয়েন্টিফোরডটকম

0 comments:

Post a Comment