Thursday, July 21, 2011

স্ক্রীন শেয়ার করুন অনলাইনে, ফ্রি এবং রেজিস্ট্রেশনবিহীন

আমি আপনাদের জানাতে চাই একটি স্ক্রীন শেয়ারিং সাইটের কথা। এর মাধ্যমে আপনারা স্ক্রীন (মনিটর) শেয়ার করতে পারবেন অন্যকে অথবা নিজেরা লাইভ আরেকজনের স্ক্রীন দেখতে পারবেন। এজন্য আপনাকে কোন সফটওয়্যার ইন্সটল করতে হবে না। কোন রেজিস্ট্রেশনের ও প্রয়োজন নাই। যারা অনলাইনে অনেকজনকে ট্রেনিং দিতে চান তাদের কাজে লাগবে এই পদ্ধতি।
নিচের লিংক এ যানঃ
https://join.me/
joinme স্ক্রীন শেয়ার করুন অনলাইনে, ফ্রি এবং রেজিস্ট্রেশনবিহীন
যদি আপনি আপনার স্ক্রীন শেয়ার করতে চান তবে শেয়ার বাটনে ক্লিক করুন। একটি নাম্বার জেনারেট হবে। নাম্বারটি আপনার বন্ধু বা যাদেরকে আপনার স্ক্রীন শেয়ার করতে চান তাদের জানিয়ে দিন। তারা জয়েন এর ঘরে নাম্বারটি দিয়ে জয়েন বাটনে ক্লিক করলেই আপনার স্ক্রীন পেয়ে যাবে। দুটি ভার্সন রয়েছেঃ প্রো ও ফ্রি। প্রো ভার্সনে কিছু বেশি ফিচার রয়েছে যার জন্য আপনাকে কিছু খরচ করতে হবে। ফ্রি ভার্সনে নিম্নলিখিত সুবিধা রয়েছেঃ
• screen sharing
• 250 viewers
• share control
• multi-monitor
• chat
• send files

0 comments:

Post a Comment