এসার আইকনিয়া সিরিজের পাঁচটি মডেলের ল্যাপটপ কম্পিউটার, ট্যাবলেট কম্পিউটার, মোবাইল ফোন বাজারে ছেড়েছে। এবার বাংলাদেশের বাজারেও এগুলো ছাড়ার ঘোষণা দেওয়া হলো।
নতুন পণ্য বাজারজাতকরণ উপলক্ষে গত বুধবার রাতে রাজধানীর একটি হোটেলে এসারের পরিবেশক এক্সিকিউটিভ টেকনোলজি লিমিটেড একটি অনুষ্ঠানের আয়োজন করে।অনুষ্ঠানে এসারের পণ্য প্রদর্শনের পাশাপাশি পরিবেশকদেরও পুরস্কৃত করা হয়।
এসার ইন্ডিয়ার প্রধান বিপণন কর্মকর্তা এস রাজেন্দ্রন এসার আইকনিয়া সিরিজের বিভিন্ন সুবিধার কথা উপস্থিত অতিথিদের জানান। তিনি আরও জানান, আইকনিয়া ট্যাবলেট পিসির এ৫০০ ডব্লিউ৫০০ মডেলে আছে অ্যালুমিনিয়াম কেসিং।এটি ১৩.৩ মিমি পুরু।এই ট্যাবলেটে আছে মাল্টি টাচ সুবিধা (হাতের পাঁচ আঙুল একত্রে ব্যবহার করা যায়)। এসার আইকনিয়া ট্যাবলেট পিসির (এ১০০ মডেল ৭ ইঞ্চি পর্দা ও অ্যানড্রয়েড অপারেটিং সিস্টেম) পাশাপাশি, স্মার্টফোন এ৩০০ (এনড্রয়েড ২.৩ অপারেটিং সিস্টেম, ৮ মেগা পিক্সেল ক্যামেরাসহ) দেখানো হয় অনুষ্ঠানে। গুগলের হানিকম্ব ও অ্যান্ড্রয়েড চালিত দুটি ট্যাবেলট কম্পিউটার এখন দেশের বাজারে পাওয়া যাবে।আইকনিয়া ট্যাবের আইকনিয়া সিরিজের ল্যাপটপে আছে দুইটি পর্দা। এতে ভার্চুয়াল কি-বোর্ড ব্যবহারের সুবিধাও আছে।
এক্সিকিউটিভ টেকনোলজি লিমিটেডের উপমহাব্যবস্থাপক সালমান আলী জানান, এসারের এ৫০০ আইকনিয়া ট্যাব অ্যান্ড্রয়েডসহ দাম ৪৫ হাজার ৮০০ আর উইন্ডোজ ৭ হোম প্রিমিয়ামসহ এর দাম ৫২ হাজার ৮০০ টাকা। অনুষ্ঠানে ফ্যাশন শোর মাধ্যমে এসব পণ্য দেখানো হয়।
প্রথম আলো
0 comments:
Post a Comment